ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাস উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করেছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দূতাবাসটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সকালে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় বাসিন্দারও অংশ নেন।
এক আলোচনা অনুষ্ঠানে বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিরা বক্তব্য রাখেন। বক্তারা ৩০ লাখ শহীদ ও দুই লাখ নারীর অপরিসীম ত্যাগের কথা তুলে ধরেন।
আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। যা উপভোগ করেন অনুষ্ঠানে আগত অতিথি ও দর্শনার্থীরা।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এসআরএস/টিআই