রোববার (৮ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডেনমার্ক যুবলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের নির্জন কারাগারে পাঠানো হয়। নয় মাস কারাগারে অসহনীয় নির্যাতন আর প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে তিনি মৃত্যুর প্রহর গুনতে থাকেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি বাঙালির জয়গান গেয়েছেন।
তারা বলেন, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করেন। ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বন্ধু দেশসমূহ দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ফাহমিদ আল মাহিদ, কবির আহমেদ, কোহিনুর আখতার মুকুল, শামসুল আলম চৌধুরী, আব্দুল্লাহ আল জাহিদ, আবু আশরাফ মোহাম্মদ সাইফুল্লাহ, নিহারুল ইসলাম রুম্মান, মোহাম্মদ রাব্বী, কচি মিয়া, সুমন দাশ, মাহফুজুর রহমান নয়ন, এ কিউ এম হ্যাপী, সবুজ মল্লিক, শাহীন মিয়া, মোকলেসুর রহমান, দেবাশিস বড়ুয়া, মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন ইয়াকিন, সৈয়দ পাভেল, নাসির রানা, প্রত্যয় সাহা, কাজী হামিদ, রাইসুল রাহান, মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়া, লিন্ডা হাসান, জাহেদুর রহমান, অমিত বড়ুয়া, মাকসুদুল হাসান, মাহিদ আহসান উজ্জামান, সরওয়ার আলম, সাইফুল ইসলাম সোহাগ, আরাফাত আহমেদ ও মোক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমইউএম/এসএইচ