ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

৬ মাসেই কানাডায় স্থায়ী হতে কেয়ারগিভারস প্রোগ্রাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
৬ মাসেই কানাডায় স্থায়ী হতে কেয়ারগিভারস প্রোগ্রাম কানাডার টরন্টো শহরের একটি দৃশ্য।

Caregivers Program এর মাধ্যমে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে পরিবারসহ কানাডায় স্থায়ী হোন। শুধু Certified নার্সরা আবেদন করতে পারবেন। অন্যসব প্রচলিত প্রোগ্রামের মতো ৬৭ পয়েন্ট বা CRS ১২০০ পয়েন্ট প্রয়োজন নেই।

নার্সিংয়ে যাদের ডিপ্লোমা বা BSc (Nurse) রয়েছে এবং ন্যুনতম IELTS-5 আছে, তারাই সরাসরি আবেদন করে চাকরিসহ কানাডায় যাবার সুযোগ পাচ্ছেন Live-In Caregiver Program (LCP) এর মাধ্যমে। শিশু শিক্ষা ও যত্ন, Geriatric Care, Pediatric Nursing বা বয়স্কদের সেবা  or First Aid মূলত এদের প্রধান কাজ।



বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।