প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থার সভাপতি কাজী এনায়েত উল্লাহ ২২ নভেম্বর বুধবার রাজধানী অটোয়াতে ন্যাশনাল পার্লামেন্ট হাউজে তাঁর সাথে দেখা করতে গেলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা পুনর্ব্যক্ত করেন কানাডার প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুধু কানাডার জনগণের কাছেই নন, বিশ্বব্যাপী নতুন প্রজন্মের কাছেও প্রবল জনপ্রিয় ‘আইকন’।
উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর নিজ নির্বাচনী এলাকা মন্ট্রিয়লে ক্ষমতাসীন লিবারেল পার্টির অফিসিয়াল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)’র কানাডা কোঅর্ডিনেটর মাইনুর সরকার। প্রধানমন্ত্রীর বিশেষ প্রিয়ভাজন এই তরুণ বাংলাদেশির কাছ থেকে ডাব্লিউবিও’র মিশন এন্ড ভিশন সম্পর্কে বেশ আগেই অবগত হন জাস্টিন ট্রুডো।
পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একইদিন তাঁর নির্বাচনী এলাকার লিবারেল পার্টির সক্রিয় অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাত এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। ডাব্লিউবিও প্রেসিডেন্ট আমন্ত্রিত অতিথি হিসেবে এতে যোগ দেন।
এদিকে মন্ট্রিয়লের স্থানীয় প্রভাবশালী সংসদ সদস্য মার্ক মিলারের সাথেও বুধবার পার্লামেন্ট হাউজে পৃথকভাবে দেখা করেন কাজী এনায়েত উল্লাহ। ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)’র সাংগঠনিক কর্মকাণ্ড কানাডায় সম্প্রসারিত করতে প্রশাসনিক সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন মার্ক মিলার এমপি।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
জেডএম/