রোববার (২৮ জানুয়ারি) টোকিও শহরের পার্শ্ববর্তী জেলা সাইতামা প্রিফেকচারের ওয়ারাবি সিটিতে অবস্থিত কিতামাচি পাবলিক হলে স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়।
জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন সার্বজনীন পূজা কমিটি ২৩ বছর ধরে টোকিওতে এ পূজার আয়োজন করে আসছে।
আবহমান বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের কয়েকজন প্রবাসী বাংলাদেশি ও জাপানিও পূজায় উপস্থিত ছিলেন। পূজার অঞ্জলি শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
পূজা শেষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- টোকিস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ দূতাবাস থেকে প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ জুবায়েদ হোসেন, পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক ড. অতনু সাহা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এনটি