ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী বাড়ানো বিষয়ে সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী বাড়ানো বিষয়ে সেমিনার

ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অদূরে আনসান শহরে ‘বাংলাদেশি ইপিএস সদস্য সংখ্যা বর্ধনের কার্যকর উপায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

‘গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন অব সাউথ কোরিয়া (জিএএসকে) এর আয়োজনে রোববার (২৮ জুলাই) এ সেমিনার হয়।  

সেমিনারে প্রধান অতিথি ও আলোচক ছিলেন দক্ষিণ কোরিয়ায় (সিউলে) বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মকিমা বেগম।

এতে মূল বক্তব্য উত্থাপন করেন আয়োজন সংগঠনের সভাপতি শেখ মুরাদ হোসেন। আলোচনায় অংশ নেন ব্যবসায়ী ও রাজনিতিবিদ আব্দুল মতিন, রফিকুল ইসলাম ভুট্টো, ড. নাজমুল হুদা, মুন্সী রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, রকিব মৃধা, ডালিম, শেখ রিপন।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।