যথারীতি ধর্মীয় নিয়ম মেনে আজ সম্পন্ন হলো সপ্তমী। বিধান অনুসারে সিডনির বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয় বিহিত পূজা।
একশো আট প্রকার দ্রব্য ও নব পত্রিকা স্নানান্তে দেবীকে আসনে প্রতিষ্ঠিত করা হয়। স্থাপন ও সপ্তাদি কল্পারম্ভ, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদানসহ নানা আয়োজনে সপ্তমী পূজা উদযাপিত হয়।
বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার আয়োজিত আজকের পূজা অনুষ্ঠিত হয় ওয়েন্টওয়ার্থভিলের রেডগাম সেন্টারে। এখানকার পূজা উপলক্ষে অগণিত দর্শনার্থীদের উপস্থিতি দেখা যায়। তাদের শুভেচ্ছা জানাতে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি কনসাল জেনারেল মাসুদুল আলম ছুটে আসেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় যেভাবে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হচ্ছে তাতে বাংলাদেশ সরকারের সমর্থন রয়েছে এবং বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার মাধ্যমে এ সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।
আরও শুভেচ্ছা জানান কাম্বারল্যান্ড কাউন্সিলের কাউন্সিলর সুমন সাহা ও লিজা লি। তারা জানান, কালচারাল ডাইভারসিটি সুপ্রতিষ্ঠিত করতে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে তারা সর্বাত্মক চেষ্টা করবেন।
বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীম সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন রয়েছে এবং এবারের দুর্গোৎসবের মধ্য দিয়ে আরও একবার তা সুপ্রতিষ্ঠিত হলো।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এইচএডি