বুধবার (৩০ অক্টোবর) স্পেন সরকার কর্তৃক নথিভুক্ত হওয়ার স্বীকৃতি লাভ করায় সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও নৈশ্যভোজের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম।
সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সাইফুল ইসলাম মামুন, বাবু আহমদ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নাফিজ আহমদ, খোকন ডালী, আরজু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল সামাদ, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর, প্রচার সম্পাদক মো. সোহেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. আসিফ, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল সুমনসহ ক্রীড়া সম্পাদক রুহেল মিয়া জনি প্রমুখ।
পরে বিদায়ী কমিটির উদ্যোগে কমিউনিটি নেতাদের সম্মানে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়। এ সময় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, কমিউনিটি নেতা মোজাম্মেল হোসেন মনু, ব্যবসায়ী আব্দুল কায়ূম মাসুক প্রমুখ।
সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটির প্রধান উপদেষ্টা হাজী আব্দুল খালিকে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
আরআইএস/