আমিরাত প্রবাসীদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত ১৯ নভেম্বর আবুধাবির একটি হোটেলে ‘জীবন পরিবর্তন’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘জীবন পরিবর্তন’ কর্মসূচির আওতায় প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা, কম্পিউটার প্রশিক্ষণ, ব্যক্তিত্ব উন্নয়ন ও গাড়িচালনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধিদের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ প্রশিক্ষণের ফলে বাংলাদেশি কর্মীরা সংযুক্ত আরব আমিরাতে আরও ভালো পেশায় নিয়োজিত হতে পারবেন, যা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
টিআর/একে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।