ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কিশোর নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কিশোর নিহত

বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় নাইমুল (১৬) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। গত শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ব্রাসেলসের এক্সেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রোববার (২৫ জানুয়ারি) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

জানা যায়, এ ঘটনায় স্থানীয় পুলিশের তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই তদন্ত রিপোর্ট জানানো হবে।

নাইমুলের মরদেহ বর্তমানে ব্রাসেলসের একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা যায়, নাইমুলের জন্ম বেলজিয়ামে। তার বাবার নাম বাবু চেয়ারম্যান। দেশের বাড়ি টাঙ্গাইল জেলায়।

নাইমুলের মৃত্যুতে বেলজিয়ামে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।