চলতি বছরের ২২ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় আলবেনির নিউ কভেন্যান্ট প্রেসবাইটেরিয়ান চার্চের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিকপ্রেমীদের কবিতা আবৃত্তি, দেশের গান ও নাচের মধ্য দিয়ে দিবসটি পালন করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় কবি-লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা অনুষ্ঠানে দেশাত্মবোধক ও মাতৃভাষা নিয়ে শিশু-কিশোরদের পরিবেশনা ও বড়দের গান উপস্থিত সব দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক সাহিত্য একাডেমির পরিচালক মোশারফ হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় ও নিউইয়র্ক সাহিত্য একাডেমির সদস্যরা কবিতা আবৃত্তি করেন এবং সঙ্গীত পরিবেশন করেন কৌশলী ইমা, শর্মী খান ও সুমাইয়াহ সুখসহ আরও অনেকে।
প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রসার ঘটানোর জন্য প্রতিবছর আলবেনিতে সাহিত্য একাডেমি একুশে ফেব্রুয়ারি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতা বজায় রাখতে আলবেনিতে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও আবৃত্তিচর্চাকে গতিশীল করতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান একাডেমির সমন্বয়কারী ফারহানা পলি।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এএটি