ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানির বার্লিনে পিঠা উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২, ২০২০
জার্মানির বার্লিনে পিঠা উৎসব জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত হলো শীতকালীন পিঠা উৎসব।

প্রবাসী বাংলাদেশি নারীদের উদ্যোগে জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত হলো শীতকালীন পিঠা উৎসব।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নয়কোলনের স্থানীয় একটি মিলনায়তনে এ পিঠা উৎসবে মানুষের ঢল নামে।

দেশের ঐতিহ্যবাহী তেলের পিঠা, পুলি, ভাপা, দুধ চিতই, পাটিসাপটা, প্যারা, জিলাপি ও সাজের পিঠাসহ সুস্বাদু খাবারের আয়োজন ছিল।

উৎসবে যোগ দেন বার্লিনসহ অন্য অঙ্গরাজ্যের প্রবাসীরা।

জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত হলো শীতকালীন পিঠা উৎসব।                                         পিঠা উৎসবের আয়োজকদের মধ্যে ছিলেন দিলা রহমান, অভি কাজী, লায়লা মমিন, শিল্পী হোসেন, ফাতেমা চৌধুরী নাঈমা, সুলতানা রহমান, ডলি হোসাইন এবং নাসরিন আক্তার বেবী।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মো. জসীম সিকদার বলেন আগের বছরগুলোর মতোই আমাদের ইচ্ছা দেশের আবহমান সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে তুলে ধরা। সেই সঙ্গে নতুন প্রজন্মকে আবহমান কালের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ ধরনের পিঠা উৎসব ও মিলন মেলার আয়োজন।

উৎসবের উদ্যোক্তারা বলেন আমাদের নারীরাও কোনো না কোনোভাবে কর্মব্যস্ত থাকেন। তাই পরিবার পরিজন নিয়ে সবাই একসঙ্গে হওয়ার আনন্দটা সবসময় অন্যরকম।

পরে অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিউলি ফিরোজ। ছিল জাদুকর শাহজাহান সানীর জাদু ও সমবেত নৃত্য।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।