ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসার এই বিশেষ বর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে সোমবার (৩ মার্চ) এক ঘোষণাপত্র জারি করেন।
ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশকে একটি ‘গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুদলীয় ও মধ্যপন্থী দেশ’ হিসেবে বর্ণনা করে বলে, দেশটির সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’য় রূপান্তর ও বিকশিত হচ্ছে।
ঘোষণায় আরো বলা হয়, ওয়াশিংটন ডি.সি.’র সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাস অবদান রেখে চলেছে।
বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমকেআর