ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বাহরাইনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
বাহরাইনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

ঢাকা: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।  বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখা রানা বিনতে ঈসা আল খালিফা কর্নারটির উদ্বোধন করেন।

 

মঙ্গলবার (১২ জানুয়ারি) বাহরাইনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, ওমানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনীর আরবি ভাষায় রূপান্তর বই শেখা রানাকে উপহার হিসেবে দেন।  

কর্নারে প্রচুর বই, দুলর্ভ ছবি ও বঙ্গবন্ধুর বাণী রাখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের পুরো ভাষণ একটি বড় ক্যানভাসে লেখা হয়েছে। বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পাশাপাশি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসও পালন করা হয় দূতাবাসে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।