ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানিতে করোনায় বিপর্যস্ত প্রবাসী হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা

বিটু বড়ুয়া, বার্লিন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
জার্মানিতে করোনায় বিপর্যস্ত প্রবাসী হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা জার্মানিতে করোনায় বিপর্যস্ত প্রবাসী হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা

ঢাকা: লকডাউনের পর লকডাউনে অস্থির জার্মানির অর্থনীতি। দেশটির সরকার লকডাউনের সময়সীমা বেশ কয়েকদফা বাড়ানোয় বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা।

এমন পরিস্থিতিতে প্রবাসীদের অনেকেই আছেন দেশে টাকা পাঠানো নিয়ে চরম দুঃশ্চিতায়। একই সঙ্গে বাড়ছে নতুন ধরনের করোনার ভয়াবহ সংক্রমণ।

জার্মানিতে কোনোভাবে কমছেনা করোনার সংক্রমণ। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নতুন ধরনের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউনের সময়সীমা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে দেশটির প্রশাসন। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানীয়সহ প্রবাসী হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা।  

বার্লিন প্রবাসী সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সাবরসিতো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শাহালম জানান, তার মালিকানায় রেস্টুরেন্টগুলোতে কর্মস্থানের ব্যবস্থা করেছেন বেশ কজন প্রবাসীর। করোনার লকডাউনে তাদের ভরণপোষণের বিষয়টাও দেখে আসছি সেই শুরু থেকেই। তবে জার্মানিতে বারবার লকডাউনের সময়সীমা বেড়ে যাওয়ায় নিজের প্রতিষ্ঠান ঠিকিয়ে রাখার পাশাপাশি প্রবাসী কর্মচারীদের কর্মসংস্থানের বিষয়টি হুমকির মুখে পড়বে।

এদিকে জার্মানিতে করোনা চলমান টিকা কার্যক্রমের পরেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত লকডাউনে দেওয়া হয়েছে বাড়তি কড়াকড়ি। এই অবস্থায় রেষ্টুরেন্ট, হোটেল ও পর্যটন খাতে কর্মরত প্রবাসীরাও দিন পার করছেন চরম উৎকন্ঠায়।  কর্মহীন হওয়ার পাশাপাশি দেশের স্বজনদের কাছে রেমিট্যান্স পাঠানো নিয়েও আছেন দুঃচিন্তায়। এই খাতে কর্মরত প্রবাসী বদিউজ্জামান জানান লকডাউনের যাতাকলে পড়ে অন্যান্য প্রবাসীদের মতোই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত তিনি। কাজের পরিধি কমার সঙ্গে সঙ্গে কমেছে আয় রোজগারও। তবে দেশে নিয়মিত পরিবারের কাছে টাকা পাঠাতে না পেরে দুঃচিন্তা বেড়েছে। একই অবস্থা ট্রাভেল এজেন্সির ব্যবসায়ও। ব্যবসায়ী শামীম আহমেদ জানান সত্যিই দুর্দিন যাচ্ছে ট্রাভেল ব্যবসায়।

এদিকে করোনার নিত্যদিনের ভোগান্তিতে প্রায় প্রতিদিনই কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে জার্মানিতে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় সর্বমোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৭৬ হাজার । তাই এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীসহ কর্মজীবীরা মনে করছেন টিকা প্রদান কার্যক্রম গতি পেলে সংক্রমণ অনেকটাই কমে আসবে। তবে টিকা প্রদান কার্যক্রমে ধীরগতি এবং মাস্ক কেনায় দূর্নীতির কারণে আপাতত সমালোচনার মুখে মের্কেল প্রশাসন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।