ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সদস্য তালিকা প্রকাশ

শতদল তালুকদার, সিডনি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ৮, ২০২১
সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সদস্য তালিকা প্রকাশ ...

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সংবাদকর্মীদের বৃহত্তম সংগঠন ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ তাদের নতুন সদস্যদের তালিকা প্রকাশ করেছে।

স্থানীয় সময় ৭ জুন (সোমবার) কাউন্সিলের সহ-সভাপতি মোহাম্মেদ আসলাম মোল্লার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক সভায় আবেদনপত্র বাছাই করা হয়।

এরপর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মাদ আবদুল্লাহ ইউসুফ শামীম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিনের স্বাক্ষরে ৩৭ সদস্যের (ফিন্যান্সিয়াল/নন ফিন্যান্সিয়াল) এই তালিকা প্রকাশ করা হয়। সদস্য পদে আবেদনের শেষ তারিখ ছিল গত ৪ জুন।

কাউন্সিলের সদস্যরা হলেন- মোহাম্মেদ আসলাম মোল্লা (বাংলা বার্তা), ড. রতন লাল কুন্ডু (লেখক ও কলামিস্ট), নাইম আবদুল্লাহ (সিডনি প্রতিদিন), মোহাম্মাদ আব্দুল মতিন (বিদেশবাংলা টোয়েন্টিফোর ডটকম), ড. ফজলে রাব্বি (অজ বুলেটিন), ফয়সাল আহমেদ (বাংলা বার্তা), মোহাম্মদ রেজাউল হক (আপডেট বিডিনিউজ), আকিদুল ইসলাম (বাসভূমিটেলিভিশন), মোহাম্মাদ বেলাল হোসেন ঢালী (বিদেশবাংলা টোয়েন্টিফোর ডটকম)।

এছাড়াও আছেন মোহাম্মদ কাজী আব্দুল কাদের (স্বাধীন কন্ঠ), মিজানুর রহমান সুমন (স্বাধীনকন্ঠ) কাজী মো. নুরুস সাফা (স্বাধীন কন্ঠ), শ্রাবন্তী কাজী (প্রভাত ফেরী), সোলায়মান দেওয়ান (প্রভাতফেরী), ফয়সাল আজাদ (স্বদেশ বার্তা), মোহাম্মদ আবু হুরায়রা (ইসলামী বার্তা), নামিদ ফারহান (প্রবাস কথা), এস এম দিদার হোসেন (দিনলিপি ডটকম), ড. সৈয়দ আজিম চঞ্চল (অজবাংলা নিউজ), মোহাম্মাদ কামরুল ইসলাম (অজবাংলা নিউজ), সুহৃদ সোহান হক (বাসভূমি), মুনা মুস্তফা (অজবাংলা নিউজ), এইচ এম মহসিন (বিএফএ ভয়েস), আতিকুররহমান (প্রভাত ডটকম)।  

তালিকায় আরো আছেন এইচ এম মাসুম বিল্লাহ (বিজয় কন্ঠ), আতাবুর রহমান (থ্রি সিক্সটিইভেন্ট সেন্টার), মোহাম্মদ রেজা আজিজুল রশিদ রাসেল (প্রবাস কথা), সঞ্জয় চক্রবর্তি টাবু (গাঙ্গচিল হাইডেফিনেশন টিভি), মোহাম্মদ দেলওয়ার হোসেন সরকার (লেখক স্বদেশবার্তা), মো. মাসুদ পারভেজ (গাঙ্গচিল হাইডেফিনেশন টিভি), দিলারা জাহান (ব্লগার/বিদেশবাংলাটোয়েন্টিফোর ডট কম), বুলেট তালুকদার শতদল (বাংলা নিউজ টোয়েন্টিফোরডট কম), মোহাম্মাদ জিয়াউল কবির ( সাম্পান), তাসনিনা জাহান তাম্মি (গাংচিলহাইডেফিনেশন টিভি), মো. সাদ্দাম খান (ইয়েস টিভি), মাসহুদা জামান ছবি (গাঙ্গচিলহাইডেফিনেশন টিভি)।

কাউন্সিলের একজন মুখপাত্র জানান, নতুন কার্যকরী কমিটির জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু হবে ১৪ জুন এবং শেষ তারিখ ১৮ জুন। আগামী ২০ জুন (রোববার) দুপুর ১২টায় ইঙ্গেলবার্নের দাওয়াত রেঁস্তোরার হলরুমে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের বার্ষিক সাধারণসভা ও কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।