ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

টোকিওতে কাহাল আর্ট গ্রুপের প্রদর্শনীতে

১৬ বাংলাদেশির চিত্রকর্ম

সজল বড়ুয়া, টোকিও থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, ফেব্রুয়ারি ৯, ২০১২
১৬ বাংলাদেশির চিত্রকর্ম

টোকিও: জাপানের কাহাল আর্ট গ্রুপ এবার তাদের ৪র্থ শিল্প প্রদর্শনীর উপজীব্য করেছে ‘ভাষা’। আগামী ১৩ ফেব্রুয়ারি টোকিওর জিম্বোচোতে অবস্থিত ভোমপাদো গ্যালারিতে শুরু হতে যাওয়া এ প্রদর্শনীতে অংশ নেওয়া মোট ৪৬ জন শিল্পীর মধ্যে ১৬ জনই বাংলাদেশি।

বাকি ৩০ জন শিল্পী জাপানের।

১৩ ফেব্রুয়ারি বিকাল ৫টায় বমপদো গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেবেন জাপানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। এতে উপস্থিত থাকবেন জাপানরে বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিদের নেতৃস্থানীয় ব্যক্তিরা।

আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এ প্রদর্শণীতে মোট ৭০টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। ছবিগুলোর অধিকাংশই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেরণাকে উপজীব্য করে অংকিত।

আয়োজকরা বাংলানিউজকে জানান, প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উম্মুক্ত থাকবে। এছাড়া উদ্বোধনী দিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থী-অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। জাপান প্রবাসী বাংলাদেশিদের প্রদর্মনীতে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঠিকানা: বমপদো গ্যালারি, চতুর্থ তলা, বমপদো বিল্ডিং, ১-২১-১ কান্দা, জিনবো –চো, চিওদা-কু, টোকিও-১০১-০০৫১, জাপান

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।