নিউইয়র্ক থেকে ফিরে: নিউইয়র্কের ফার রকওয়ের শান্ত মনোরোম সুন্দর আবাসিক এলাকা আরভারনিউ। আবাসিক এলাকার এক পাশে শাক-সবজি, ফুল ও ফল চাষের জন্য নির্ধারিত বাগান রয়েছে।
বাংলাদেশ থেকে বীজ সংগ্রহ করে লাউ, সিম, বরবটি, মিষ্টি কুমড়া, শশা, পুঁইশাকসহ বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করে বাম্পার ফলন পেয়েছেন নিউইয়র্ক প্রবাসী জাকির হোসেন দম্পত্তি। কোভিড-১৯ মহামারির লকডাউনে ঘরে বসে না থেকে এখানে বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করেছেন তারা।
জাকির হোসেন জানান, বাংলাদেশ থেকে বীজ সংগ্রহ করে তারা এসব শাক-সবজির চাষ করেছেন।
তিনি বলেন, তাজা শাক-সবজি নিজেরা খাওয়ার পাশাপাশি অন্য বাংলাদেশি এবং প্রতিবেশীদের উপহার হিসেবে দেই।
জাকির হোসেন বলেন, কোভিড-১৯ মহামারিতে অলস সময় নষ্ট না করে শাক-সবজি চাষ করেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন হয়েছে।
রসিকতা করে তিনি বলেন, অনেক ফলন হয়েছে। ভাবতেছি বাংলাদেশে কিছু লাউ, সবজি পাঠিয়ে দেবো।
জাকির হোসেন বলেন, এখানকার তুলনায় বাংলাদেশের জমি অনেক উর্বর। অথচ আমাদের দেশে অনেকে অবসরে চায়ের দোকানে, এখানে-সেখানে বসে আড্ডা দিয়ে অলস সময় কাটান। শখ করেও তো মানুষ শাক-সবজি, ফুল-ফলের বাগান করতে পারেন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সন্তান জাকির হোসেন। অবসরে বাগান করার শখ জাকির হোসেন দম্পত্তির।
জাকির হোসেন দম্পত্তির মতো আরও অনেকে শাক-সবজি, ফুল ও ফল চাষ করেছেন এ বাগানে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এমইউএম/এমআরএ