ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ফরাসি দার্শনিক বার্নার্ড লেভির সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ফরাসি দার্শনিক বার্নার্ড লেভির সংবর্ধনা বার্নার্ড-হেনরি লেভি (মাঝে)

ফরাসি দার্শনিক ও বুদ্ধিজীবী বার্নার্ড-হেনরি লেভিকে সংবর্ধনা দিয়েছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় বুধবারের (২৭ অক্টোবর) ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

দার্শনিক ও বুদ্ধিজীবী বার্নার্ড-হেনরি লেভির এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, সাবেক পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত ফারুক সোবহান, শ্রীলংকার দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স বিজয়ন্তী এদিরিসিংহে, স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি ডিরেক্টর স্কট আরবো, বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ সৈয়দ আখতার মাহমুদ এবং ভার্জিনিয়া টেকের অধ্যাপক সাইফুর রহমান।

রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেন, দার্শনিক বার্নার্ড-হেনরি লেভি বাংলাদেশের একজন মহান বন্ধু। ১৯৭১ সালে বাংলাদেশের জন্য লড়াই করা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি শতাধিক ব্যক্তির মধ্যে অন্যতম যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করার জন্য বিখ্যাত ফরাসি মন্ত্রী আন্দ্রে ম্যালরাক্সের একটি আন্তর্জাতিক ব্রিগেডের আহ্বানে সাড়া দিয়েছিলেন।  

বার্নার্ড হেনরি লেভি তার বক্তৃতায় বাংলাদেশকে একটি উদার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সংখ্যালঘুদের সম্মান ও তাদের অধিকারের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে সহনশীলতার উদাহরণ ও মডেল। লেভি গণহত্যার নৃশংসতা এড়াতে মিয়ানমার থেকে পালিয়ে আসা আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবতা ও নম্রতার প্রশংসা করেন। তিনি কক্সবাজারের শিবিরে বাংলাদেশের পন্থা এবং নীতির তুলনা করেছেন গ্রিসের একটি দ্বীপ লেসবসের শরণার্থী শিবিরের সাথে, যেটি তিনি কক্সবাজার সফরের আগে ২০২০ সালে পরিদর্শন করেছিলেন। তিনি বলেন, অভিবাসীদের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিকতার বিষয়ে ধনী পশ্চিমাদের বাংলাদেশ থেকে অনেক কিছু শেখার আছে।

পরে দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে লেভির লেখা সর্বশেষ বই-দ্য উইল টু সি অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের অংশ হিসেবে বাংলাদেশের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।