ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নিউ ইয়র্কে শুরু হচ্ছে ৫ দিনের বাংলা বইমেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
নিউ ইয়র্কে শুরু হচ্ছে ৫ দিনের বাংলা বইমেলা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বাংলা বইমেলা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নিউ ইয়র্ক বাংলা বইমেলার ৩০ বছর পূর্তিকে সামনে রেখে মেলা চলবে ১ নভেম্বর পর্যন্ত।

মেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন।  

৩০তম নিউ ইয়র্ক বাংলা বইমেলার এবারের স্লোগান, ‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’। খবর বাংলা প্রেসের।  

মেলার উদ্বোধক হিসেবে কবি আসাদ চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর ও লেখক আনিসুল হককে।

লাগর্ডিয়া এয়ারপোর্টের ম্যারিয়াট হোটেলের হলরুমে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শক-পাঠকদের সরাসরি অংশগ্রহণে বৃহস্পতিবার বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া থাকবে আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুটি বিশেষ আয়োজন। থাকবে আমন্ত্রিত শিল্পীদের সংগীত পরিবেশনা। নিউইয়র্ক সিটির কোভিড নীতিমালা মেনেই সশরীর উপস্থিতিতে অনুষ্ঠান করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক ড. নূরুন নবী।

বাকি ৪ দিন বইমেলা চলবে জ্যাকসন হাইটসের ৭৭ স্ট্রিট ও ৩৭ এভিনিউ কর্নারে অবস্থিত জুইশ সেন্টারে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। এরইমধ্যে অনন্যা, আহমদ পাবলিশিং হাউস, কথাপ্রকাশ, ইত্যাদি, নালন্দা, বাতিঘর ও অন্বয় প্রকাশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছেন।  

বইমেলা উপলক্ষে গত ২৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজকরা। নগরের কুইন্স প্যালেসে আয়োজিত ওই অনুষ্ঠান পরিচালনা করেন লেখক, সাংবাদিক হাসান ফেরদৌস। ৩০তম বইমেলার আয়োজন ও প্রস্তুতি নিয়ে কথা বলেন নূরুন নবী, ফেরদৌস সাজেদীন, মনিরুল হক, হারুন হাবীব, জাফর আহমেদ রাশেদ, হুমায়ুন কবির ঢালী, সাইফুর রহমান চৌধুরী, গোলাম ফারুক ভুঁইয়া, মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।