নিউ ইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের অবসান ঘটাতে চান নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ২৫-এর কাউন্সিলম্যান প্রার্থী ও যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফাউন্ডারের প্রেসিডেন্ট শাহ শহিদুল হক সাইদ।
মঙ্গলবার (২ নভেম্বর) জ্যাকসন হাইটস-এলমহার্স্ট (ডিস্ট্রিক্ট-২৫) অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে কাউন্সিলম্যান নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ দমনে কাজ করবেন বলে জানান তিনি।
স্থানীয় সময় রবিবার (৩১ অক্টোবর) জামাইকার ধানসিঁড়ি রেস্তোরাঁয় পিজি কেয়ার আয়োজিত 'তহবিল সংগ্রহ' অনুষ্ঠানে তিনি একথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহিদুল হক (সাইদ) বলেন, নিউ ইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রে দিন দিন বাংলাদেশিসহ সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের সংখ্যা বাড়ছে। যা কোনভাবেই থামানো যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিনেও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে থাকে। এ ধরণের অপরাধ দমনে কাউকে উৎসাহিত হতে দেখা যায় না। এসব ঘটনার প্রতিবাদসহ অপরাধ দমনে এগিয়ে আসার এটাই একমাত্র উপযুক্ত সময়।
নিউ ইয়র্কে এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই তিনি এবারে ডিষ্ট্রিক্ট-২৫ এর কাউন্সিলম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও বলেন তিনি।
তিনি আরও বলেন, জ্যাকসন হাইটস ব্যবসায়ীদের সঙ্গে বামদের মল্লযুদ্ধ, রাস্তাঘাট অপরিষ্কার, অব্যবস্থায় পড়ে থাকে। অন্য দিকে সিনিয়র সিটিজেনগণ বেশিরভাগ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়ে আসছেন। মান্দাতার আমলের পেনশন, কোভিড-১৯ কালে আন এম্পলয়মেন্টসহ সব ধরণের সরকারি ভাতা থেকে তারা বঞ্চিত। মাত্র ২৭০ থেকে ৩০০ ডলারের ভাতা বর্তমান দুর্মূল্যের বাজারে অত্যন্ত সামান্য। এ ধরণের অব্যবস্থাপনা মেনে নেওয়া সম্ভব নয়। শিগগির এ অব্যবস্থার পরিবর্তন প্রয়োজন।
মুন্সিগঞ্জ জেলার সাবেক ছাত্রনেতা শাহ শহিদুল হক (সাইদ) ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই নিজের কাজকর্মের পাশাপাশি আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। কোভিড-১৯ যোদ্ধা মানবতাবাদী এবং সফল ব্যবসায়ী হিসাবেও সবার নিকট পরিচিত।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘করোনা হিরো’ সম্মাননা পেয়েছেন তিনি। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক (সাঈদ) ২০২০ সালের মার্চ থেকে অদ্যাবধি কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে নিরলসভাবে কাজ করায় বিভিন্ন সংস্থা থেকেও পেয়েছে নানা সম্মাননা।
এখন পর্যন্ত প্রায় ডজনখানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অব অনার পেয়েছেন শাহ শহীদুল হক।
এর মধ্যে উল্লেখ্যযোগ্য সম্মাননা পেয়েছে সর্বপ্রথম তৎকালীন সিনেটর হিলারী ক্লিনটন থেকে। তাকে আরও আ্যওয়ার্ড দিয়েছেন সাবেক কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি।
পিজি কেয়ার আয়োজিত উক্ত 'তহবিল সংগ্রহ' অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনে এস আর সুমন, এনামুল হক, ফরিদা ইয়াসমিন, পার্থ গুপ্ত, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, আকতার উদ্দিন, মোহাম্মদ আজাদ, জয়, রাজিব ভট্টাচার্য, রহিম উদ্দিন, মোহা. বখতিয়ার, শহীদুল্লাহ আনসারী ও খোকন রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এনএইচআর