ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কর্মী নিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়া চুক্তি শিগগির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
কর্মী নিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়া চুক্তি শিগগির

ঢাকা: বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।

শুক্রবার (১০ ডিসেম্বর) মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার মালয়েশিয়ার মন্ত্রীসভার বৈঠকে কর্মী নেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমঝোতা সইয়ের পর বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করবে মালয়েশিয়া।

করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর মালয়েশিয়া বিদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে। তবে এখন নতুন করে আবার কর্মী নেওয়া শুরু করছে মালয়েশিয়া।

এম সারাভানান জানিয়েছেন, কৃষি, প্রক্রিয়াজাতকরণ, বৃক্ষরোপণ, সেবা, খনি, খনি অনুসন্ধান, নির্মাণ ও গৃহকর্মী সব খাতেই বিদেশি শ্রমিক নেওয়া হবে। তবে বিদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি ঠিক করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে কাজ করবে মানবসম্পদ মন্ত্রণালয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৫ লাখ বাংলাদেশী কর্মী রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
টি আর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।