ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বর্ণিল সাজে সাগরকন্যার দেশ পর্তুগাল

শাহ মোহাম্মদ তানভীর, পর্তুগাল  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
বর্ণিল সাজে সাগরকন্যার দেশ পর্তুগাল রঙিন সাজে সেজেছে সাগরকন্যার দেশ পর্তুগাল

বড়দিন এবং নতুন বছরকে সামনে রেখে সাগরকন্যার দেশ পর্তুগালে চলছে উৎসবের মৌসুম। ক্রিসমাসের আগমনী বার্তা নিয়ে রঙিন সাজে সেজেছে নগর-জনপদ।

পর্তুগালের রাজধানী লিসবন থেকে শুরু করে দেশটির সবখানেই চোখে পড়ছে বাহারি আলোর ছটা। বিশেষ করে দেশটির রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

যদি ও ইউরোপের অন্যান্য দেশের মতো করোনা মহামারি এবং নতুন আতঙ্ক ওমিক্রন শনাক্ত হওয়ার পর বড়দিনকে ঘিরে এবছর তাই বেশিরভাগ শহরেই ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, করোনার বিস্তার রোধে পর্তুগালে বিমানে আগত সব যাত্রীর জন্য নেগেটিভ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বড়দিন এবং নতুন বছরের ছুটি পরবর্তী ঊর্ধ্ব সংক্রমণ পরিস্থিতি ঠেকাতে আগামী ২০২২ সালের জানুয়ারির ০২-০৯ তারিখ পর্যন্ত টেলিওর্য়াক বাধ্যতামূলক করা হয়েছে এবং একই সময় সব ডিস্কো বন্ধ থাকবে। স্কুলসহ সব স্কুল-কলেজের বড়দিনের ছুটি ১০ জনুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এদিকে বড়দিনকে ঘিরে দেশটির বিপণীকেন্দ্রগুলোতে এখন কেনা-কাটার ধুম। পাশাপাশি ক্রেতা আকর্ষণের জন্য চলছে মূল্য ছাড়ের প্রতিযোগিতা। পোশাক থেকে শুরু করে আসবাবপত্র সবই আছে কেনা-কাটার তালিকায়। ল্যাপটপ, ট্যাবলেট পিসি আর এক্সবক্স ওয়ানের মতো গ্যাজেটের খোঁজে দোকানগুলোতে উপচে পড়া ভিড়। পাশাপাশি বড়দিন উপলক্ষে হোটেল রেস্তোরায় কাস্টমারদের আগমন চোখে পড়ার মতো। তবে পর্তুগিজদের পাশাপাশি পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা সবচেয়ে বেশি উপভোগ করছেন ক্রিসমাস ট্রি আর ঝলমলে আলোকসজ্জায় সেজে ওঠা রাজধানী লিসবন শহর।

পর্তুগালে বসবাসরত প্রবাসী সাংবাদিক মনির হোসেন জানান, বড়দিন ও নতুন বছরকে ঘিরে পর্তুগালের বর্ণিল সাজের চিত্র একেবারেই আলাদা। তবে গত বছরের মতো এবারো ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন বাতিল করার ফলে অনেকটাই ফিকে বড়দিনের আনন্দ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।