ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাল পর্তুগাল বাংলা প্রেসক্লাব

শাহ মোহাম্মদ তানভীর, পর্তুগাল  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাল পর্তুগাল বাংলা প্রেসক্লাব জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাল পর্তুগাল বাংলা প্রেসক্লাব

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ‘পর্তুগাল বাংলা প্রেসক্লাব’। এই প্রেসক্লাব পর্তুগালে বসবাসরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন।

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানী লিসবনের শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতারা এবং পর্তুগালে প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব, বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের সভাপতি রানা তসলিম উদ্দিন।  
পরে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন রানা তসলিম উদ্দিন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সহ-সভাপতি ফরিদ উদ্দিন পাটোয়ারী প্রমুখ।  

এ সময় বক্তারা স্বাধীনতার পর দেশকে পুনর্গঠনে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রম হারানোর কথা স্বরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌম যে রাষ্ট্র আমরা পেয়েছি তা যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখার প্রতিজ্ঞা করেন।

উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এফ আই রনি, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার এস খান ফাহিম, সাংগঠনিক সম্পাদক আশিক আহমেদ, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ, কার্যনির্বাহী সদস্য শাহ মোহাম্মদ তানভীর।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।