ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে বিজয়ের উল্লাসে স্বাধীনতার ৫০ বছর উদযাপন

শাহ মোহাম্মদ তানভীর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
পর্তুগালে বিজয়ের উল্লাসে স্বাধীনতার ৫০ বছর উদযাপন

পর্তুগাল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে পর্তুগালে ২৬ ডিসেম্বর রাতে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়।  

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বিজয়ের উল্লাসে  শিরোনামে রাজধানী লিসবনের মাল্টি কালচার একাডেমির হল রুমে বিজয়ের ৫০ বছর উপলক্ষে প্রবাসীদের এক মিলন মেলার আয়োজন করা হয়।

‘এসো মিলি একসাথে বিজয়ের উল্লাসে’ শিরোনামের এ অনুষ্ঠানটি পরিচালনা করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী।

বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম মুন, এফ.আই রনি, সাংগঠনিক সম্পাদক তারিকুল আহসান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এস.খান ফাহিম, নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ তানভীর আহমেদ।

আলোচনায় বক্তারা বিজয় অর্জনের দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের সময়ের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।  

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে নতুন প্রজন্মের শিশু কিশোর এবং কমিউনিটির ব্যক্তিদের নিয়ে কেক কেটে বিজয়ের ৫০ অনুষ্ঠানের সূচনা করা হয়। মনোমুগ্ধকর সংগীত অনুষ্ঠানে লাল সবুজের মধ্যে বাংলাদেশ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রবাসী বাংলাদেশি নৃত্যশিল্পী  সাদিয়া ইসলামের আসাধারণ নৃত্য এবং প্রবাসী সংগীতশিল্পী এফ.আই রনির মনজুড়ানো দেশাত্মবোধক গানে জমকালো হয়ে ওঠে আয়োজনটি। এছাড়া অন্যদের মধ্যে গান পরিবেশন করেন সংগীতা খান ও মিস বিথী।

অনুষ্ঠানে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ পরিবার-পরিজন নিয়ে যোগ দেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের কোষাধক্ষ্য জাহিদ কায়সার, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ জাহান, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ, সদস্য হাসান কোরাইশী।

অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের উদ্দেশে দেশীয় হরেক রকমের পিঠা-পায়েসসহ রাতের খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।