ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানিতে ঈদুল ফিতর উদযাপিত

বিটু বড়ুয়া, বার্লিন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ২, ২০২২
জার্মানিতে ঈদুল ফিতর উদযাপিত

বার্লিন, জার্মানি: সৌদি আরবসহ বিশ্বের নানা দেশের সঙ্গে মিল রেখে জার্মানিতেও সোমবার পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। রাজধানী বার্লিনসহ দেশটির অন্যান্য প্রদেশের শহরের মসজিদগুলোতে ঈদের তিনটি করে জামাত অনুষ্ঠিত হয়েছে।

তবে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বার্লিনের নয়াকোলনের কলাম্বিয়া ডাম ও বায়তুল মোকাররম মসজিদসহ পুরনো বিমানবন্দর টেম্পলহফার ফেল্ডে।  সবগুলো ঈদ জামাতে মধ্যপ্রাচ্যের ও আফ্রিকার মুসল্লিদের সঙ্গে অংশ নেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

ঈদের জামাত শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গল কামনা করেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য।

ঈদ জামাতে অংশ নিয়ে মহামারি করোনা মোকাবিলায় জার্মানিতে বসবাসরত প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ০২, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।