ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

অন্যান্য

ফার্নিচার শিল্পের বিকাশে প্রয়োজন আরও বিনিয়োগকারী

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
ফার্নিচার শিল্পের বিকাশে প্রয়োজন আরও বিনিয়োগকারী বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

দেশের ফার্নিচার শিল্পে বেশ সম্ভাবনা আছে। এ শিল্পের বিকাশে অধিক  বিনিয়োগকারী প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

 

সোমবার (২০ জানুয়ারি) পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের কনফারেন্স হলে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোশিয়েশন আয়োজিত বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রি আনলকিং এক্সপোর্ট পটেনশিয়াল শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

পরিবর্তন সুযোগের সূচনা করে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ফার্নিচার শিল্পে অল্পসংখ্যক প্রতিষ্ঠান নিয়ে ২০৩০ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার আয় করা সম্ভব নয়। তবে এ খাতে আমাদের সম্ভাবনা রয়েছে। আমাদের সব রিসোর্স একত্র করে, রাষ্ট্রীয় সুযোগ কাজে লাগিয়ে কত দ্রুত ফার্নিচার বিশ্বে স্থান করে নিতে পারি তা ভাবতে হবে। ’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ছিল ভারতকেন্দ্রিক। এ কারণে সম্ভবত রপ্তানি বাজার খুব বেশি অগ্রসর হয়নি। বিশ্ববাজার টার্গেট করে আমাদের ফার্নিচার উৎপাদন বাড়াতে হবে এবং কোয়ালিটি নিশ্চিত করতে হবে। ’

দেশের অর্থনীতিতে যে দুর্বৃত্তায়ন হয়েছে তা চিন্তার বাইরে উল্লেখ করে শেখ বশিরউদ্দিন বলেন, ‘বিগত সরকারের আমলে ব্যাংকিং, গার্মেন্টসসহ দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে অসম্ভবভাবে নষ্ট করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।