ঢাকা: রং শিল্পের বিভিন্ন ধরনের কাঁচামাল ও কোটিংসের প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। তিন দিনের এ প্রদর্শনী শেষ হবে আগামী ২৩ জানুয়ারি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিপিএমএ) ও বার্জার পেইন্টস (বিডি) লিমিটেডের পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী।
বিপিএমএর সহায়তা প্রদর্শনীর আয়োজন করেছে ই-থ্রি সল্যুশন।
উদ্বোধনী অনুষ্ঠানে মহসিন হাবিব চৌধুরী বলেন, আমাদের এই ইন্ডাস্ট্রি এখন চ্যালেঞ্জের মধ্যে আছে। গত বছর রং শিল্পে প্রবৃদ্ধি নেতিবাচক ছিল। আমরা দ্রুত এ অবস্থা থেকে উত্তরণ আশা করছি। এই খাতের গ্রোথ চাই। এজন্য সরকারের নীতি সহায়তা প্রয়োজন। আমাদের এই খাতে সাপ্লিমেন্টারি ডিউটি (এসডি) ৫ থেকে ১০ শতাংশে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের জন্য এটা করের বোঝা। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, এই কর যেন কমানো হয়। আগামীতে স্থানীয় উৎপাদকদের যেন সাহায্য করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা বাংলাদেশের একমাত্র কোটিংসের প্রদর্শনী। ২০২৩ সালে আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছিলাম। যা বাংলাদেশের রং শিল্পকে উন্নত করতে সাহায্য করবে। বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড ও তাইওয়ানের ৩১ কোম্পানি অংশ নিয়েছে। এই প্রদর্শনীতে রং উৎপাদনের কাঁচামাল, রাসায়নিক ও মেশিনারিজ উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের রং শিল্পের সঙ্গে যুক্তদের লক্ষ্য করে এর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেইন্টস, ডাইস অ্যান্ড কেমিক্যালস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামাল আহমেদসহ দেশের রং ও কোটিংস শিল্পের উদ্যোক্তা এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
ইএসএস/এএটি