ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

গাংনীতে ৬ বিঘা জমির কলা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
গাংনীতে ৬ বিঘা জমির কলা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সাড়ে পাঁচ বিঘা জমির কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।  

শনিবার (২০ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

বালিয়াঘাট গ্রামের কৃষক মো. শাহজাহান আলীর এক বিঘা ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পারগোয়ালগ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. রহিদুল ইসলামের পাঁচ বিঘা জমির কলা গাছ কর্তন করা হয়েছে। এতে প্রায় ১২-১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষক শাহাজান আলী।

জমির মালিক পারগোয়াল গ্রামের সাবেক মেম্বার ও কলা চাষি রহিদুল ইসলাম জানান, ১০-১৫ দিন পরেই কলা সংগ্রহ শুরু হবে। কলাক্ষেত কেটে দেওয়ায় আমার প্রায় ১০-১১ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বামন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) বালিয়াঘাট গ্রামের মেম্বার আসাদুল ইসলাম এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি বলেন, দুই কৃষকের ছয় বিঘা জমির কলাক্ষেত রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে। বিষয়টি গাংনী থানায় জানানো হয়েছে।

বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই শরিফ জানান, খবর পেয়ে সরেজমিনে এসেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।