ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

কৃষি

হবিগঞ্জ থেকে ১০ হাজার টন ধান কিনবে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
হবিগঞ্জ থেকে ১০ হাজার টন ধান কিনবে সরকার

হবিগঞ্জ: হবিগঞ্জে আমন ধান ও চালের দাম এবং সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এবার জেলার ৯ উপজেলা থেকে ৩ হাজার ৪৯৯ টন ধান ও ৩ হাজার ২৪৯ টন সেদ্ধ চাল ও ৩ হাজার ৫৭২ কেজি আতপ চাল সংগ্রহ করা হবে বলে খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা চাই থোয়াই প্রু মার্মা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, চলতি বছর আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৩ টাকা, সেদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৭ ও আতপ চাল ৪৬ টাকা কেজি।

হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার জেলায় ৮৮ হাজার ৩২০ হেক্টর রোপা আমনের জমি থেকে ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। চালের হিসেবে গেলে তা হবে ২ লাখ ৫১ হাজার ৯৩ টন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।