ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

কৃষি

‘মাঠকর্মীদের মূল্যায়নে আরও বেশি সমৃদ্ধি আসবে কৃষিতে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
‘মাঠকর্মীদের মূল্যায়নে  আরও বেশি সমৃদ্ধি আসবে কৃষিতে’

কুমিল্লা: ‘একজন পিওনেরও (অফিস সহকারী) পদোন্নতি আছে, তবে আমাদের তা নেই। যেখানে শুরু, সেখানেই শেষ।

অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে আমাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এরকম শত শত ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। কৃষি দেশের প্রাণ। কৃষকের পরে বেশি পরিশ্রম করেন দেশের ১৫ হাজার উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তারা ২৫-৩০ বছর চাকরি শেষে একই পদে বাড়ি ফিরতে চান না। তাদের পরিশ্রমের মূল্যায়ন করতে হবে। ১৫ হাজার কৃষি কর্মকর্তাকে পদোন্নতি দিতে হবে। মাঠকর্মীদের মূল্যায়নে আরও বেশি সমৃদ্ধি আসবে কৃষিতে। তাদের দাবি পূরণে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। ’

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) কুমিল্লা অঞ্চলের নবনির্বাচিত নেতাদের সাংগঠনিক যৌথসভা ও ওরিয়েন্টেশন কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।
শুক্রবার (১১ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিকেআইবির কেন্দ্রীয় সভাপতি জিয়াউল হায়দার পলাশ।  

বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন।  

সভাপতিত্ব করেন ডিকেআইবি কুমিল্লা অঞ্চলের সভাপতি মনোয়ার হোসেন।  

এছাড়া কেন্দ্রীয় কমিটির নেতারা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার নেতারা এতে বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।