ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৩
সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিসই) এবং চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে।



দিনশেষে ডিএসই’র সাধারণ সূচক ১দশমিক ৭২পয়েন্ট কমে ৪হাজার ৩শ’ ১৮ পয়েন্টে দাঁড়িযেছে। লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩শ’ ৩২ কোটি টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

বেলা ১০টা ৩৫মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৪ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। ১০টা ৪০ মিনিটে সূচক ৮ পয়েন্ট বাড়ে এবং ১০টা ৪৫ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে। তবে ১০টা ৫০ মিনিট থেকে সূচক বাড়ার প্রবণতা কিছুটা কমতে থাকে। এ সময় সূচক ৭ পয়েন্ট পজেটিভ থাকে। এরপর সূচকের ওঠানামা লক্ষ্য করা যায়। লেনদেন শেষে সূচক কমে ১দশমিক ৭২ পয়েন্ট।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- সামিট পূর্বাঞ্চল পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, সানলাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, এনভয় টেক্সটাইল, ডেল্টা স্পিনিং, ইউনিক হোটেল, সায়হাম টেক্সটাইল এবং বেক্সিমকো লিমিটেড।

অন্যদিকে দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক ১দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮হাজার ৩শ’ ৪০ পয়েন্টে। আর্থিক লেনদেন হয়েছে ৪০ কোটি ৭৪টাকার বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।