ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

মৎস্য সপ্তাহে স্বর্ণপদক পেলেন ৫ জন, রৌপ্য পদক ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
মৎস্য সপ্তাহে স্বর্ণপদক পেলেন ৫ জন, রৌপ্য পদক ১৫

ঢাকা: ম‍ৎস্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্রশিক্ষণ, মৎস্য সম্পদ রক্ষা এবং সংগঠক হিসেবে দেশের মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে স্বর্ণপদক এবং ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রৌপ্য পদক দেওয়া হয়।

বুধবার (২০ জুলাই) সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় মৎস্য সপ্তাহের (১৯-২৫ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেন।

স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছার মৎস্য চাষি আবদুল হালিম, যশোর সদর উপজেলার ওবায়দুর রহমান, জিকরগাছার হাফিজুর রহমান, কক্সবাজার সদরের অং চং, শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান।

রৌপ্যপদক প্রাপ্তরা হলেন- শেরপুরের হামিদুল ইসলাম, বান্দরবানের লামা উপজেলার জাহাঙ্গীর হোসেন, নরংসিদীর পলাশ উপজেলার শামসুল হক, কিশোরগঞ্জ সদরের খায়রুল ইসলাম, জয়পুরহাটের কালাইয়ের সাইফুল ইসলাম, গোপালগঞ্জের কোটালিপাড়ার কেনেডি বিশ্বাস, চাপাইনবাবগঞ্জ সদরের মতিউর রহমান, খুলনার প্রফুল্ল রায়, নরসিংদী সদরের মতিউর রহমান, পাবনার মোবারক হোসেন, গাজীপুর সদর উপজেলার আনোয়ার হোসেন, পঞ্চগড়ের রহমান, নোয়াখালী সদরের সাধন চন্দ্র সরকার। এছাড়া জেমিনি সি ফুড লিমিটেড ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদকে রৌপ্যপদক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এমইউএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।