ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ভোলায় ৩ দিনব্যাপী কৃষি ও কৃষি প্রযুক্তি মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
ভোলায় ৩ দিনব্যাপী কৃষি ও কৃষি প্রযুক্তি মেলা শুরু ভোলায় ৩ দিনব্যাপী কৃষি ও কৃষি প্রযুক্তি মেলা শুরু

ভোলা: ভোলায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে তিন দিনব্যাপী কৃষি ও কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শুক্রবার (৩ মার্চ) রাতে শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার কর্মকার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভোলা সরকারি ফজিলাতুন নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মোস্তফা কামাল, ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি মাসুদ রানা, উপ সহকারী কৃষি কর্মকর্তা মিলন চন্দ্র দে প্রমুখ।
তারা মেলায় কৃষি ও কৃষি প্রযুক্তির ১০টি স্টল প্রর্দশন করেন।
 
পিকেএসএফ ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এ মেলায় প্রথম দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় ভোলা ও বরিশালের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন সংস্কৃতিকর্মী তালহা তালুকতার বাঁধন।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।