ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

লক্ষ্মীপুরে ৯০০ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
লক্ষ্মীপুরে ৯০০ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ লক্ষ্মীপুরে ৯০০ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ-ছবি-বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নয় শতাধিক কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কৃষি অফিসের সামনে কৃষি পুনর্বাসনের আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূলে এ উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্লাহ।

সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজন ও উপজেলা কৃষি কর্মকর্তা   ওমর ফারুকের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন সোহেল।

এসময় নয় শতাধিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে উন্নতজাতের পাঁচ কেজি ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি বিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।