ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

মৎস্য চাষের কলাকৌশল নিয়ে খামারবাড়িতে মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
মৎস্য চাষের কলাকৌশল নিয়ে খামারবাড়িতে মেলা মৎস্য মেলায় মাছ চাষের পদ্ধতি নিয়ে একটি প্রদর্শনী। ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: রাজধানীর খামারবাড়িতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় মৎস্য মেলা। এখানে শেখানো হচ্ছে মাছ চাষ ও প্রক্রিয়াজাতকরণের নানা কলা-কৌশল।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিভিন্ন প্রজাতির মাছ প্রদর্শনের এ মেলা চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত।

সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। মৎস্য মেলা উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ অতিথিরা।                                          ছবি: রানাআয়োজন সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেলায় মাছের উন্নত জাত, সুষম খাদ্য, বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ, খাঁচায় মাছ চাষ, কাঁকড়া ও কুচিয়া চাষ, রেনু উৎপাদনসহ মাছের উৎপাদন, চাষ, প্রক্রিয়াজাতকরণের নানান কলা-কৌশল দেখানো হচ্ছে মেলায়।

মৎস্য উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হচ্ছে এই আয়োজনে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সচিব মাকসুদুল হাসান খান প্রমুখ।

আয়োজনে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফ আজাদ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।