ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ক্ষেতলালে বন্যাদুর্গত কৃষকদের মধ্যে ধান বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
ক্ষেতলালে বন্যাদুর্গত কৃষকদের মধ্যে ধান বীজ বিতরণ

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ হাজার কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) ধানের বীজ বিতরণ করা হযেছে। 

সোমবার (২১ আগস্ট) ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এসব ধান বীজ বিতরণ করা হয়।

ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের দুই কেজি করে ধান বীজ দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মোল্লা।

 

এ সময় ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন এবং আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।