ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ঠাকুরগাঁওয়ে খামারিদের মধ্যে সনদপত্র ও অর্থ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
ঠাকুরগাঁওয়ে খামারিদের মধ্যে সনদপত্র ও অর্থ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় ক্ষুদ্র টার্কি বার্ড খামারিদের মধ্যে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের হরিনামপুর গ্রামে রংধনু শপিং লিমিটেডের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রংধনু শপিং লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক বাবলু রায়, চেয়ারম্যার তাজুল ইসলাম, রংধনু শপিং লিমিটেডের মার্কেটিং এডভাইজার আনিসুর রহমান মিঠু, ও মার্কেটিং অফিসার একরামুল হক প্রমুখ।

অনুষ্ঠান শেষে টার্কি খামারীর মধ্যে নগদ অর্থ ও সনদপত্র দেয়া হয়।

স্বল্প পুঁজি ও অল্প পরিশ্রমে পরিবারের আর্থিক উপার্জনের অংশ হিসেবে টার্কি খামার করে লাভবান হচ্ছেন ঠাকুরগাঁওয়ের খামারিরা।

বাংলাদেম সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭

টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।