ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

পাটের উন্নয়নে ১০ হাজার কোটি টাকার তহবিল

মাহফুজুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
পাটের উন্নয়নে ১০ হাজার কোটি টাকার তহবিল পাটের উন্নয়নে ১০ হাজার কোটি টাকার তহবিল

ঢাকা: নানামুখী উন্নয়নের মাধ্যমে পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠনসহ দশ ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আদলে গড়া এ ফান্ডের একটি অংশ পাটের বীজের উৎপাদন বৃদ্ধি ও কাঁচাপাট রফতানিকারকদের বিদ্যমান সমস্যার সমাধানে ব্যবহৃত হবে।

সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়ে ২ শতাংশ সুদে ১০ হাজার কোটি টাকার ‘পাটশিল্প উন্নয়ন তহবিল’ গঠন এবং তহবিলের গ্যারান্টি পেতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

স্বাধীনতা সংগ্রামে পাটপণ্যের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে গত বছরের ০৬ মার্চ পাটপণ্যকে ‘প্রক্রিয়াজাত কৃষিপণ্য’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিন্তু এ বছরের পাট দিবসেও তা বাস্তবায়িত না হওয়ায় নতুন করে এসব উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসিমা বেগম বাংলানিউজকে বলেন, ‘পাটশিল্পের উন্নয়নে ইডিএফের আদলে ১০ হাজার কোটি টাকার ফান্ড গঠনসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আশা করছি, এগুলোর বাস্তবায়নে পাটখাত পুনরুজ্জীবিত হয়ে অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে’।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, পাটের ঐতিহ্য ফেরাতে বাজেট থেকে বরাদ্দ দিয়ে ইডিএফের মতো পাটশিল্প উন্নয়ন তহবিল গঠন করা যেতে পারে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্তদের মতো পাটশিল্প তহবিল গঠনেও সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক।

অন্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- আনকাট পাট রফতানি না করা এবং কাঁচাপাট রফতানিকারকদের সমস্যার সমাধানে পাটশিল্প খাতকেও ব্লক অ্যাকাউন্টের সুযোগ দিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া।
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ যথাযথ বাস্তবায়নে তফসিলে অন্তর্ভুক্ত ১৭টি পণ্য মোড়কীকরণে অবশ্যই পাটের বস্তা ব্যবহার, এ তালিকায় সিমেন্টকে অন্তর্ভুক্ত করা এবং জোরালোভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।  
 
পাটের বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ এবং তাদের উৎপাদিত বীজ উচ্চমূল্যে কিনতে বাজেট ভর্তুকির তহবিল থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ দিতে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো।

পাটশিল্প যেন বাংলাদেশ ব্যাংকের গ্রিনফান্ডের বৈদেশিক মুদ্রার তহবিল ব্যবহার করতে পারে- সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এফএসএসপি ফান্ড থেকে ঋণ নিতে বেসরকারি ব্যাংকে পাটশিল্পগুলোর আবেদন জানানো ও এর অনুলিপি বাংলাদেশ ব্যাংককে পাঠানো। যারা সরকারি ব্যাংকের গ্রাহক, তারাও বেসরকারি ব্যাংক থেকে এফএসএসপি ঋণ পেতে নিজ নিজ সরকারি ব্যাংকের এনওসি’র আবেদন করে এর অনুলিপি বাংলাদেশ ব্যাংকে পাঠাবে এবং বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
 
বহুমুখী পাটপণ্যের রফতানি ভর্তুকি পেতে পাটপণ্যের সংজ্ঞাসহ জেডিপিসি’র প্রত্যয়ণ প্রদান সম্পর্কিত সার্কুলার প্রণয়ন এবং উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পাটশিল্প সেক্টরের বিএমআরই বা নতুন মেশিনারিজ কিনতে ক্রয়মূল্যের ২০ শতাংশ অনুদান দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধও জানানো হবে।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমএফআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।