ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

মিষ্টি আলুর ওজন ৮ কেজি! 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
মিষ্টি আলুর ওজন ৮ কেজি!  বিশাল আলু হাতে দাঁড়িয়ে আছেন বেলায়েত হোসেন। ছবি-বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখানে আট কেজি ওজনের একটি মিষ্টি আলু পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, এতো বড় মিষ্টি আলু স্মরণকালে দেশের আর কোথাও দেখা যায়নি।

উপজেলার নাটেশ্বর গ্রামের কৃষক বেলায়েত হোসেন বাড়ির সামনের নিচু জমি বালু মাটি দিয়ে ভরাট করে সেখানে বিভিন্ন সবজি চাষ করেছেন। যার মধ্যে মাস ছয়েক আগে রোপণ করেছিলেন সিন্ধি প্রজাতির (লাল) মিষ্টি আলু।

ছয় মাস পর আলু তুলতে গিয়ে বিশাল এই আলুটি দেখতে পান তিনি। যার ওজন হয়েছে সাত কেজি সাতশ’ গ্রামেরও বেশি। তার ক্ষেতে আরো কিছু আলু বেশ বড় বড় হয়েছে। আলুটি দেখতে বেলায়েত হোসেনের বাড়িতে ভিড় করছেন অনেকে।

সিরাজদিখান উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার (নাটেশ্বর ব্লক) মমতাজ মহল বাংলানিউজকে বলেন, সাধারণত এক-দেড় কেজি ওজনের মিস্টি আলু হয়। কিন্তু এতো বড় হয় তা আমাদের জানা ছিল না। জেলা কন্দাল ফসল গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে এ আলুটি নিয়ে কথা বলেছি। আলুটি নিয়ে তারা গবেষণা করবেন।  

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।