ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

বরিশালে কৃষকের মধ্যে সার-বীজ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
বরিশালে কৃষকের মধ্যে সার-বীজ বিতরণ

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন এলাকা ও সদর উপজেলার কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ।

শনিবার (১৭ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে উপকারভোগী কৃষকদের মধ্যে খেসারি ডালের বীজ ও সার বিতরণ করা হয়।  

যার মধ্যে সদর উপজেলার ১৩০ জন ও মেট্রোপলিটন এলাকার ১০০ জন কৃষক ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন কৃষি অফিসের কর্মকর্তা ফাহিমা হক।

কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, বরিশাল সদর উপজেলা ও মেট্রোপলিটন এলাকার ১ হাজার ৫৪৬ জন কৃষককে বিভিন্ন পরিমাণে পর্যায়ক্রমে ভূট্টা, সরিষা, খেসারি, ফেলন, মুগ, বোরো ও বিটি বেগুন বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। যার মধ্যে বরিশাল সদর উপজেলার ১ হাজার ১৯৬ জন ও মেট্রোপলিটন এলাকার ৩৫০ জন কৃষক রয়েছেন।

তবে চাষের সময় চলে আসায় এখন খেসারির বীজ দেওয়া হয়েছে। বাকি সুবিধাভোগীদের পর্যায়ক্রমে বীজ ও সার দেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।