ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

কৃষি

কুমিল্লায় পেঁয়াজের দাম বেশি রাখায় ৩ দোকানিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, অক্টোবর ২, ২০১৯
কুমিল্লায় পেঁয়াজের দাম বেশি রাখায় ৩ দোকানিকে জরিমানা

কুমিল্লা: কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় তিন দোকানিকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বাংলানিউজকে জানান, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের নির্দেশনায় নগরের রাজগঞ্জ বাজারে পেঁয়াজের দাম নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় তিন দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় জরিমানা করা হয়েছে।

পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মারুফ হাসান।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।