ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

প্রণোদনা পেলেন কাজিপুরের ৫ হাজার কৃষক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
প্রণোদনা পেলেন কাজিপুরের ৫ হাজার কৃষক 

সিরাজগঞ্জ: যমুনা বিধৌত সিরাজগঞ্জের কাজিপুরের পাঁচ হাজারেরও বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন কৃষি প্রণোদনা।

বুধবার (১৬ নভেম্বর) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।  

উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত ও উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার হাবিবুর রহমান।  

উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান,  ২০২২-২৩ মৌসুমে কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার পাঁচ হাজার ৪০ জন ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষক বাছাই করে তাদের মাঝে, গম, ভুট্টা, বাদাম, বিভিন্ন ডালবীজ, তেলবীজ ও পেঁয়াজ এবং সার বিতরণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব বীজ বিতরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।