ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আরব-আমিরাত

আমিরাতে দেশের সঙ্গে মিল রেখে এসএসসি পরীক্ষা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
আমিরাতে দেশের সঙ্গে মিল রেখে এসএসসি পরীক্ষা

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মতো আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ও রাস আল খাইমা বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজে দেশের সঙ্গে মিল রেখে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) আমিরাতের স্থানীয় সময় সকাল ৭টা থেকে বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।



আবুধাবী শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল বিজ্ঞান বিভাগ থেকে ২১ জন (১১ জন ছাত্রী ও ১০ জন ছাত্র) পরীক্ষার্থী এবং রাস আল খাইমা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে সাতজন ও বাণিজ্য বিভাগ থেকে আটজন পরীক্ষার্থী ( নয়জন ছাত্রী ও ছয়জন ছাত্র) এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ