ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে সালাহউদ্দিনের গ্রেফতারের প্রতিবাদ

মুহাম্মদ আব্দুল্লাহ আমামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
আমিরাতে সালাহউদ্দিনের গ্রেফতারের প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদ সভা হয়েছে।  

শুক্রবার (১৩ মার্চ) দুবাই আল মামজার পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সভার আয়োজন করে চকোরিয়া-পেকুয়া ও মাতামুহুরী প্রবাসী কল্যাণ পরিষদ।



ইয়াছিন আরাফাতের পরিচালনায় রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

সভায় বক্তব্য রাখেন, আশরাফুর রহমান রাসেল, নাছির উদ্দিন, প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, আব্দুল আজিজ, ইমাম শরীফ ইমু, বেলাল উদ্দিন,শিরিন আক্তার, কাজী মেজবাহ উদ্দিন, কামাল হোসাইন ও ইমরান।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ