ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি তৃতীয়

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি তৃতীয়

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে ১৯তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২ বছর বয়সী বাংলাদেশি হাফেজ মুহাম্মদ জাকারিয়া তৃতীয় স্থান অধিকার করেছে।

মঙ্গলবার (০৮ জুলাই) রাতে এ কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ফলাফল ঘোষণা করা হয়।

এ বছর ৭২টি দেশের প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশ নেন।

দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড নামে এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সৌদি আরবের ফয়সাল মোহাম্মদ আলহারথি, দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের হামজা এলহাবাশ্য, তৃতীয় হয়েছেন বাংলাদেশি হাফেজ মুহাম্মদ জাকারিয়া, চতুর্থ ইন্দোনেশিয়ার আব্দুর রখিম স্যামসুরি, পঞ্চম লিবিয়ার মোহাম্মদ আলহাবীব, ষষ্ঠ ইয়েমেনের আব্দ-আল্মাগীদ মুগাহেদ, সপ্তম সুদানের এল ফতেহ মুফাদ্দাল, অষ্টম কোতডিভইরের সাঙ্গারে কালিদ, নবম থাইল্যান্ডের হাসান সামহ ও দশম স্থান অধিকার করেছে মিশরের আব্দাল রাহমান আশরাফ।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা, প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দেশের নাগরিকরা এবং আরবের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে এ প্রতিযোগিতার ১৮তম আসরে ষষ্ঠ স্থান অধিকার করেছিলো বাংলাদেশি হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ তাজুল ইসলাম এবং ১৭তম আসরে প্রথম স্থান অধিকার করেছিলো ১২ বছর বয়সী বাংলাদেশি হাফেজ সাকিব।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ