ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

আরব-আমিরাত

আমিরাতে আক্তারুজ্জামান বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, নভেম্বর ১৩, ২০১৫
আমিরাতে আক্তারুজ্জামান বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

আমিরাত: সংযুক্ত আরব আমিরাত বঙ্গমাতা পরিষদ কেন্দ্রীয় পরিষদ পালন করেছে জাতীয় চার নেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আক্তারুজ্জমান চৌধুরী বাবুর ৩য় মৃত্যুবার্ষিকী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আবুধাবি স্থানীয় গ্রিন দরবার হোটেলের হলরুমে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



সৈয়দ মোহাম্মদ মঞ্জুর সভাপতিত্বে আনিছুর রহমান মঞ্জুর পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আমিরাত বঙ্গমাতা পরিষদ কেন্দ্রীয় পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সালেহ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মইন উদ্দিন স্বন্দীপি, জসিম উদ্দিন, ওসমান গনী বাবুল, আজিজ চৌধুরী, সাইফ খোকন প্রমুখ।

পরে দেশের সুখ-শান্তি ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ