ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে বিজয় দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
দুবাইয়ে বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৫তম বিজয় দিবস উদযাপন করা হেয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবস কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে কনস্যুলেট প্রাঙ্গণে বিজয়ের
তাৎপর্য ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাটির সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড. একেএম রফিক আহাম্মদ ও সঞ্চালনা করেন দুবাই কনস্যুলেটের ভাইস কনসাল কৃর্তী চাকমা ।

এসময় আরও উপস্থিত ছিলেন- লেবার কাউন্সিলর এএসএম জাকির হোসেন, দুবাই কনস্যুলেটের হেড অব চ্যান্সেরি শাহ মোহাম্মদ তানভীর মনসুর, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ