ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াসীর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে জিজান থেকে রিয়াদে আসার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর এলাকার মোসলেম মোল্লা, জয়পাড়া এলাকার সেলিম এবং মানিকগঞ্জের রশিদ।

আহত ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হারুন।

আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, জিজানে কাজ সেরে রিয়াদে বাসায় ফেরার পথে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতরা সবাই রিয়াদে বসবাস করতেন।

একটি কোম্পানিতে কাজের কন্টাক্ট নিয়ে একটি প্রাইভেটকারে করে চারজন রিয়াদ ফিরছিলেন। ওয়াদি আল দুরুস এলাকায়া এলে চালকের ঘুমের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ