ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আরব-আমিরাত

আরব আমিরাতে বঙ্গবন্ধু স্কুলের স্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মোহাম্মদ ইরফানুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
আরব আমিরাতে বঙ্গবন্ধু স্কুলের স্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ প্রদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রস্তাবিত স্কুলের স্থান পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাস আল খাইমাহ প্রদেশে তিনি প্রস্তাবিত স্কুলের স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রস্তাবিত বাংলাদেশ স্কুলটির কাজ শুরুর ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। শিগগিরই এটির কাজ শুরু হবে।

পরে প্রতিমন্ত্রী আরব আমিরাতের বাংলাদেশ প্রাইভেট স্কুলও পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের নজরদারির কথা উল্লেখ করেন।

এ সময় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইকবাল হোসাইন খান, বাংলাদেশ প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল হাবিবুর রহমানসহ রাস-আল-খাইমাহ অঞ্চলের শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ